কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় মামলার সাক্ষি হওয়ায় এক কৃষকের বাড়ি-ঘরে হামলা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের জামাল নফতির বাড়িতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় খোকন প্যাদাসহ ১৪ থেকে ১৫ জনকে দায়ি করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী জামাল নফতি বলেন,কিছু দিন আগে মারপিটের ঘটনায় খোকন প্যাদাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় শিপন চৌকিদার একটি মামলা দায়ের করেন। এতে সাক্ষি হিসেবে জামাল নফতিকে রাখা হয়। এ কারনে বৃহস্পতিবার গভীর রাতে তার বাড়িতে গিয়ে ঘর বাড়ি কুপিয়ে বিভিন্ন আসবাব পত্র নষ্ট করে ফেলেন। তাকে প্রনে মেরে ফেলার ও জখম করার হুমকি প্রদান করেন। ওই রাতে বাড়িতে থাকা জামাল ও তার মেয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে বেচে যায়।
অভিযুক্ত খোকন প্যাদা জানান,এ ঘটনার সাথে আমরা জড়িত নই। আমাদের হয়রানি করার জন্য মিথ্যে ¯^রযন্ত্র করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি আলি আহমেদ জানান, এ বিষয় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com