কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
বাকির বকেয়া টাকা চাওয়ার অপরাধে ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা করে মালামাল ভাংচুর করে দোকানে থাকা এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে কিশোর গ্যাংয়ের ৮-১০ সদস্য। পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের আমতলীপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দোকান মালিক হামিদুর রহমান রবিবার (১৮ ফেব্রুয়ারি) কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আদালতে ইউসুফ হাওলাদার, আল আমিন হাওলাদার ও রাকিব হাওলাদারের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে বলা হয়েছে আসামীরা তার দোকানে বিভিন্ন সময়া চা-সিগারেট খেয়ে সাডে চার হাজার টাকা বকেয়া রাখে। এ বকেয়া টাকা চাওয়ার তার উপন ক্ষিপ্ত হয় এবং ব্যবসা করতে হলে এক লাখ টাকা চাঁদা দাবি করে। এ চাঁদার টাকা দিতে অস্বীকার করায় গত ১৬ ফেব্রæয়ারি রাতে হামিদুরের দোকানে সশস্ত্র হামলা করে বিভিন্ন মালামাল ভাংচুর করে দোকানের ক্যাশ বাস্কে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় বাজারের অন্য ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা এ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দিয়ে চলে যায়।
ব্যবসায়ী হামিদুর রহমানের দাবি, তার ক্ষুদ্র ব্যবসা। প্রতিদিনই তারা দোকানে এসে খেয়ে টাকা না দিয়ে চলে যায়। এখন তার দোকান ভাংচুর করে পূঁজি টাকা পর্যন্ত লুট করে নেয়। তিনি বলেন, কিশোর গ্রæপের সদস্য হওয়ায় এখন তাকে প্রতিনিয়ত হুমকি দেয়া হচ্ছে। তাই বাধ্য হয়ে আদালতের স্বরনাপন্ন হয়েছেন বিচারের আশায়। বর্তমানে এ ঘটনায় আবার হামলার আশংকায় এখন পরিবার নিয়ে দূশ্চিন্তায় রয়েছেন বলে হামিদুর রহমান জানান। এ ঘটনায় তিনি প্রশাসনের সহায়তা কামনা করছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com