কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় ভাঙ্গারী ব্যবসায়ীরা গুরুত্বর আহত হয়েছে। রবিবার দুপুরে ভাঙ্গারি মালামাল ক্রয় করে ট্রলি গাড়িতে নিয়ে পূর্ব টিয়াখালী ব্রীজে পৌঁছলে তাদের উপর হামলা চালানো হয়। এতে মোস্তাফিজ সরদার (৩৩), আবু হাওলাদার (৩২) ও আকতার খাঁন (৪৫) আহত হয়। এ ঘটনায় মঙ্গলবার আহত ভাংগারি ব্যবসায়ী মোস্তাফিজ সরদার বাদী হয়ে শিপন চৌকিদার ও একই গ্রামের হামিম আকনকে প্রধান করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এদের নামে হত্যা মামলাসহ একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী থাকা সত্তেও বীরদর্পে চালিয়ে যাচ্ছে তাদের সন্ত্রাসী কর্মকান্ড।
মামলার বিবরনীতে জানা যায়, উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের মৃত আব্দুল কাদের সরদারের ছেলে বাদী মোস্তাফিজ সরদার একজন ভাঙ্গারী ব্যবসায়ী। তিনি বিভিন্ন এলাকা থেকে ভাংগারি মালামাল ক্রয় করে পাইকারি বিক্রয় করেন। ব্যাবসায়িক বিষয় নিয়া শিপন চৌকিদার ও হামিম আকনের সাথে তাহার পূর্ব বিরোধ চলছিল। ৩ মার্চ রবিবার দুপুরের সময় ভাংগারি মালামাল ক্রয় করে টলি গাড়িতে নিয়ে আসছিলো। ওই সময় পূর্ব টিয়াখালী ব্রীজের ডালে পৌঁছলে আগে থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা ব্যবসায়ীদের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি আক্রমন করে। তাদের সাথে থাকা ট্রলি গাড়ি ভর্তী মালামালসহ নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা, ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ও ১ ভরি স্বর্ণের একটি চেইন ছিনিয়ে নেয়। ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে বিভিন্ন ধরনের হুমকী দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে আহত আকতার খানের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, এবিষয়ে আহত ভাংগারি ব্যবসায়ী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com