ঐতিহাসিক ৭ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি।
৭ মার্চ উপলক্ষে আজ এক বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজ এ দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে ৭ মার্চের ভাষণ বিশেষ তাৎপর্য বহন করছে। মূলত এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার বিশাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
তারা বলেন, এই ভাষণের পরপরই সমগ্র বাঙালী জাতি স্বাধীনতার মন্ত্রে উৎজীবিত হয় এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্জন করে। এছাড়াও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ^ ঐতিহ্যের মর্যাদা লাভ করেছে। গণতন্ত্রী পার্টি মনে করে ৭ মার্চকে বাংলাদেশ দিবস ঘোষণা করা সময়ের যৌক্তিক দাবি
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com