রাজধানী ঢাকার লালবাগের কামালবাগ-সোয়ারীঘাট এলাকার একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ সোমবার দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় ১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার রাফী আল ফারুক জানিয়েছেন, লালবাগ, পলাশী ও হাজারীবাগ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখনই হতাহত বা ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু জানানো যাচ্ছে না।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com