প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৫, ৯:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৪, ২:৩৬ পি.এম
রামুতে মায়ানমারের অবৈধ গরু ব্যাবসা নিয়ে দুগ্রুপের সংঘর্ষে যুবক নিহত/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের রামুর গর্জনিয়ায় মিয়ানমারের অবৈধ গরু ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা থামাতে গিয়ে আহত আবু তালেব নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বৃহস্পতিবার রাতে গর্জনিয়া ইউনিয়নের থিমছড়ি ঘোনার পাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুরুত্বর আহত হন আবু তালেব।
বিষয়টি নিশ্চিত করেছেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল আলম।
স্থানীয়রা জানান- মিয়ানমারের অবৈধ গরু ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনাকে থামাতে গিয়ে আবু তালেব আহত হন। তিনি একেবারেই নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। এদিকে ওই ঘটনায় উভয় পক্ষের আহত আরো কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷
পুলিশ কর্মকর্তা সাইফুল আলম বলেন, আহত যুবক আবু তালেব দুপুরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla