চাঁপাইনবাবগঞ্জে ৩০ বোতল ফেনসিডিলসহ ইউসুফ আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার রেহাইচর-টোলঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ আলী জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ-খোজপাড়ার আলম হোসেনের ছেলে। সদর থানার ওসি মিন্টু রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল রেহাইচর-টোরঘর এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০ বোতল ফেনসিডিলসহ ইউসুফকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com