কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক ব্যবসায়ীর স্বপ্ন। রবিবার গভীর রাতে কলাপাড়া কুয়াকাটা মহা সড়কের পাশে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে। আগুনের লেলিহান শিখায় মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায় দোকানের সব মালামাল। স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের একটি গাড়ি ঘটনা স্থানে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পূর্ব শত্রæতার জের ধরে তার ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়িয়ে দেয়া হয়েছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এমনটাই দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আবদুল হাই প্যাদা। তবে এ ব্যপারে তার স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে বেল্লাল, আবদুর রব, বাচ্চু হাওলাদার, কাজল বেগমসহ ৭ জনের নাম উল্লেখ করে রবিবার সকালে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আবদুল হাই প্যাদা জানান, এই ব্যবসা প্রতিষ্ঠানটি ছিল আমার এক মাত্র সম্বল। এখন কি করব, তা ভেবে পাচ্ছিনা। আমার সাথে এমন শত্রæতা কেন করল তারা। আমরা কেহ না থাকায় সেই সুযোগে ঘর পুড়িয়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি করেছে। কিছুদিন পূর্বে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আমার বাড়ী ঘরে হামলা করে। দেশীয় অস্ত্র দিয়ে ভেঙ্গে ফেলে এবং ঘরে থাকা নগদ টাকা ও মালামাল লুট করে নেয় এ বিষয় মামলা করার প্রস্তুতি নিলে তারা আরো ক্ষিপ্ত হয়ে পেট্রল দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়িয়ে দেয়।
এব্যাপারে কাজল বেগম বলেন, আমাদের বিরুদ্ধে সব মিথ্যে, বানোয়াট ভুল অভিযোগ করেছে। তারা নিজেরা ঘর পুড়িয়ে আমাদের নামে মিথ্যা মামলা করেছে।
কলাপাড়া থানা পুলিশ পরিদর্শক গোলাম মাওলা বলেন, এবিষয় এখনও কোন অভিযোগ পাইনি। তবে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com