দৈনিক ক্রাইম বাংলা বিনোদন ডেস্কঃ করোনা ভাইরাস নিয়ে একটি সচেতনতামূলক গান প্রকাশ করলেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক এসকে সমীর। গানটির শিরোনাম 'ঘরে থাকো প্লিজ'। শারীরিক দূরত্বই যে করোনা রোধের মূল অস্ত্র এই ম্যাসেজটি গানে তুলে ধরা হয়েছে।
ঘরে থাকো প্লিজ কিচ্ছু হবে না/আড্ডা দিলে রেহাই পাবে না/পাগলামি সব ছাড়ো/তোমার খামখেয়ালি চিন্তায়/অনেক জীবন যাবে আরো- এমনই সচেতনতামূলক কথামালা দিয়ে সাজানো গানটি গাওয়ার পাশাপাশি কথা-সুর ও সংগীতায়োজন করেছেন সমীর নিজেই।সমীরের নিজস্ব স্টুডিও ‘মিউজিক ল্যাবে’ সম্প্রতি গানটির রেকর্ডিং’সহ সম্পূর্ণ কাজ সম্পন্ন হয়। এরপর এর ভিডিও নির্মাণ করা হয়। সমীরের নিজস্ব স্টুডিও ‘মিউজিক ল্যাবে’ সম্প্রতি গানটির রেকর্ডিং’সহ সম্পূর্ণ কাজ সম্পন্ন হয়। এরপর এর ভিডিও নির্মাণ করা হয়। এটি নির্মাণ করেন হাসান মেহেদী। গানটি দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক এর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com