প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৩:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৪, ১২:২৩ পি.এম
পটুয়াখালী নিজামপুর কোস্টগার্ডে অভিযানে নিষিদ্ধ শাপলা পাতা, পীতাম্বরী এবং হাঙ্গর মাছ জব্দ! /দৈনিক ক্রাইম বাংলা।

এ সময় কলাপাড়া উপজেলা মৎস্য প্রতিনিধি মোঃ মহসিন রেজা ও রেঞ্জ অফিসার বন বিভাগ নিজামপুর, আবুল কালাম আজাদের উপস্থিতিতে উক্ত ভোট তল্লাশি করে। বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ নিষিদ্ধ ২০০০ কেজি শাপলা পাতা মাছ, ৩০০ কেজি পীতাম্বরী মাছ ও ৪০ কেজি হাঙ্গর জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ মাছের বাজার মূল্য ৫৮,৫০,০০০/০০ (আটান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা) পরবর্তীতে কাঠের ট্রলিং বোটে থাকা বৈধ মাছ সহ বোটটি মুচলেখা নিয়ে মৎস্য প্রতিনিধি কর্তৃক ছেরে দেওয়া হয়। এবং জব্দকৃত নিষিদ্ধ শাপলা পাতা, হাঙ্গর ও পীতাম্বরী মাছ বন বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়।
এ বিষয়ে কোনটিজেন্ট কমান্ডার আবু রাশেদ বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla