তালতলী বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলী বাজার সংলগ্ন বগীর দোনা খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে প্রভাবশালীরা এমন সংবাদ পেয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক নব চেতনার সাংবাদিক মল্লিক মোহাম্মদ জামাল এর মোবাইল ও মোটরসাইকেলের চাবি কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ওই অবৈধ স্থাপনা নির্মাণকারি শফিকুল ইসলাম রনির বিরুদ্ধে। আজ সোমবার (২৯ এপ্রিল ২০২৪) সকাল সাড়ে ১২ টার দিকে এঘটনা ঘটে।
সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা তৈরী হওয়ায় প্রবাহমান খাল বন্ধ হয়ে পানি নিষ্কাসনে সমস্যার সৃষ্টি হয়ে খালটি দিনে দিনে মরা খালে পরিণত হচ্ছে।আর এই সুযোগে ভূমিদস্যরা খালের পার দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন ।খালের প্রান পিরে পেতে অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ করা প্রয়োজন বলে মনে করছেন। ওয়াটার্স কিপার বাংলাদেশ তালতলী উপজেলায় শাখার সমন্বয়ক আরিফুর রহমান।
তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি মো: নাসির উদ্দিন বলেন, একদল ভূমিদস্য প্রতিনিয়ত খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন। যার ফলে হুমকির মুখে পড়ছে পরিবেশ বিপর্য হচ্ছে প্রকৃতি তাই প্রশাসনের উচিত দ্রুত অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে খালটির আগের রূপে ফিরে আনা। আর তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকেদের সাথে আচরণে বুঝাযায় অবৈধ দখলদাররা কতটা শক্তিশালী এবং বেপরোয়া। এই ন্যাকার জনল ঘটনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।
এ বিষয়ে তালতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত বলেন, অবৈধ স্থাপনার খবর শুনে সাথে সাথে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা বলেন, সরকারি খালের উপরে কোন অবৈধ স্থাপনা গড়ে তোলা যাবে না এবং অবৈধ স্থাপনা তৈরীর কোন সুযোগ নেই।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com