শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের ডাউটিয়া বাজারে সন্ধ্যায় মাজদিয়া গ্রামের মাহাতাব আলী মন্ডলের ছেলে মঞ্জু মন্ডল (৩০) নামের একজনকে কুপিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। মুমূর্ষু মঞ্জুকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিয়ার রহমান বিশ্বাসের সাথে আওয়ামী নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক শিকদারের বিরোধ চলে আসছে তার যে ধরে এই হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মুস্তাফিজুর রহমান মোস্তাক জানান মঞ্জু আমার সমর্থক সে উপজেলা নির্বাচনে মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার কারণে ডাউটিয়া বাজারে মঞ্জুকে একা পেয়ে দোওয়াত কলম মার্কার সমর্থক মতিয়ার রহমান বিশ্বাসের লোকেরা আমার কর্মী মঞ্জুকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ব্যাপারে চেয়ারম্যান মতিয়ার রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যাইনি।এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী জানান উত্তেজনা থামাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com