লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান প্রজন্ম শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে। আগামী দিনের দেশের দায়িত্ব নিতে হলে বর্তমান প্রজন্মকে আরো স্মার্ট ও দক্ষ হতে হবে। বিশে^র সাথে তাল মিলিয়ে এবং খাপ খাইয়ে চলতে হলে জ্ঞান বিজ্ঞান ও শিক্ষিত হতে হবে। এখন সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার চলছে। প্রযুক্তিকে ব্যবহার করে আমাদেরকেও চলতে হবে। তাই বর্তমান প্রজন্মকে বিশে^র সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
“একা নয় যৌথ প্রয়াসে এগিয়ে যাব, বন্ধুর হলেও সে পথেই পা বাড়াবো” শ্লোগানে ভোলার লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়নের উদ্যোগে ২শ ৫০ জন জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
বুধবার রাতে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়নের সভাপতি রেদোয়ান আহমেদ জ্যোতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আশরাফুর রহমানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাওয়াল গ্রুপের চেয়ারম্যান ফারজানা চৌধুরী রত্না, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, ধলীগৌরনগর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মাকসুদুর রহমান হাওলাদার প্রমুখ।
আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট তুলে দেন এমপি শাওন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com