কলাপাড়া প্রতিনিধি।।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিশুসহ ছাত্র জনতার হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে কলাপাড়ায় মোমবাতি প্রজ্জালন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭ টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে আন্ধারমানিক খেলাঘর আসর এর আয়োজন করে। মোস্তফা জামান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাবের আহবায়ক হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠ,আন্ধার মানিক খেলা ঘর আসরের সদস্য বিশ্বাস রাশেদ মোশাররাফ কল্লোল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্ধার মানিক খেলা ঘর আসরের সাধারন সম্পাদক ইলা রানী বোস,সহ সাধারন সম্পাদক নাজমুস সাকিব খান কনা, প্রচার প্রকাশনা সম্পাদক শামীম ব্যাপারি, প্রভাষক সাহাবুদ্দিন সিহাব,রফিকুল ইসলাম রনি, সজল কর্মকার,কাজী তরিকুল ইসলাম সুনান,ইয়াসিন আরাফাত শাওন,ইবনে আল অফফানসহ খেলাঘর আসরের সদস্যরা। সভার শুরুতে নিহতদের স্মরনে একমিনিট নিরবতা পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com