দৈনিক ক্রাইম বাংলা ডেক্সঃ ৩১ জুলাই রাতে কক্সবাজারে সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানকে ‘ক্রসফায়ারের’ নামে বিচারবহির্ভূত হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।এছাড়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, নির্দেশদাতা, সংঘটনকারী ও ধামাচাপা দেয়ার চেষ্টাকারী ব্যক্তিদের দ্রুততম সময়ে চিহ্নিত করে গ্রেফতারের এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।বৃহস্পতিবার (৬ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া এ দাবি জানান।তারা বলেন, সব নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। মানবাধিকার সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, র্যাব ও পুলিশের হাতে ইতোমধ্যে কয়েক হাজার লোকেরএ ধরনের মৃত্যু ঘটেছে। এসব নিয়ে সরকারের যান্ত্রিক বিবৃতি জনমনে কোনো বিশ্বাস স্থাপন করতে পারেনি। সর্বশেষ গত শুক্রবার সাবেক সেনা কর্মকর্তার নির্মম মৃত্যুর ঘটনাও দেশবাসীকে আবারও ক্ষুব্ধ করেছে।নেতারা বলেন, সম্প্রতি কক্সবাজারে পুলিশের গুলিতে একজন সাবেক সেনা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনার বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে কঠোর জবাবদিহিতা নিশ্চিতের কোনো বিকল্প নেই। এ ঘটনায় পুলিশের করা একাধিক মামলার সঙ্গে সেনাবাহিনীর ‘প্রাথমিক তদন্তের’ বক্তব্য একেবারেই বিপরীত বলে তিনি, মনে করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com