সজীব স্টাফ রিপোর্টার রাজধানীতে মোহাম্মাদপুর থানার অধীন কাঁটাসুর এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওই নারীর নাম খুকু মনি (বৃষ্টি)। বয়স ৩২ বছর। তিনি তিন সন্তানের জননী। মৃতের স্বামীর দাবি, তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছিলেন।মৃতের স্বামী সেলিম মিয়া জানান, মঙ্গলবার রাতে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ড্রয়িংরুমের সোফায় ঘুমিয়ে ছিলেন খুকু মনি। ভোরে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলায়। বর্তমানে মোহাম্মাদপুরের কাটাসুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com