নাহিদুল হক।। টেকসই বেড়িবাঁধের দাবিতে কলাপাড়ার টিয়াখালী নদীর তীরে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১০ টায় ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে প্রায় পাঁচ শতাধিক পরিবার এ মানববন্ধনে অংশগ্রহন করেন। এ সময় আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মোল্লা, মো. শাহীন মোল্লা, মো.সোহেল মোল্লা, ভুক্তভোগী কৃষক মো: মোশারফ হাওলাদার, বেল্লাল হোসেন, মোসা. হালিমা আয়শা এবং মেহেদী হাসান।
বক্তারা বলেন, জোয়ার-ভাটায় আমাদের এলাকার পাঁচ শতাধিক পরিবারের ঘর-বাড়ি পানিতে ডুবে যায়। বাচ্চারা স্কুলে যেতে পারে না। রান্না ঘরে পানি উঠে যাওয়ার কারণে আমরা রান্না করতে পারি না। বিগত দিনে ঘূর্ণিঝড় রেমালের সময়ে ৪ দিন পর্যন্ত আমাদের বাড়ি-ঘর পানিতে তলিয়ে ছিল।
হালিমা আয়শা বলেন, আমরা এই এলাকার কয়েকজন স্বেচ্ছাসেববক মিলে দীর্ঘ দুইমাস ধরে একটি গবেষণা করেছি। আমাদের গবেষণায় এই এলাকার বিভিন্ন সমস্যা পেয়েছি যার মধ্যে কৃষি উৎপাদন সমস্যা, যাতায়ত ব্যবস্থা অন্যতম। যাতায়েতের সুব্যবস্থা না থাকায় বাচ্চারা স্কুলে যেতে অনাগ্রহী। সুচিকিৎসার অভাব। সব কিছুর মূলে গিয়ে বড় সমস্যা যে হলো টেকসই বেড়িবাঁধ নেই। মেহেদী হাসান বলেন, বেড়িবাঁধ না থাকায় ঝড় বৃষ্টি তো দূরের কথা স্বাভাবিক জোয়ার আসলেই ঘরে পানি উঠে যায়। আমাদের প্রায় ২০০ একর জমি তলিয়ে থাকে। তিন ফসলী এই জমি অথচ আমরা এক ফসলও চাষাবাদ করতে পারি না।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম বলেন, এ ব্যপারে পানিউন্নয়ন বোর্ড সহ আমরা অবগত আছি। অতি দ্রæত এখানে বেড়িবাঁেধর কাজ শুরু হবে। আশা করি পরবর্তীতে তাদের আর কোন সমস্যা হবেনা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com