গল টেস্টে নিউজিল্যান্ডের সামনে রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ৫ উইকেটে ৬০২ রান করে ইনিংস ঘোষণা করেন স্বাগতিক দলের অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ইনিংস ঘোষণার সময় উইকেটে ছিলেন দুই সেঞ্চুরিয়ান। কামিন্দু মেন্ডিস ১৮২ রানে আর কুশল মেন্ডিস অপরাজিত ছিলেন ১০৬ রানে। জবাব দিতে নেমে মাত্র ২২ রান তুলতেই ২ উইকেট হারিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। শুক্রবার তৃতীয় সেশনে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের বাকি সময়ে ১৪ ওভার ব্যাট করে ২২ রান তুলতেই ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে ৬৩ রানের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচেও আধিপত্য চলছে স্বাগতিকদের। টস জিতে ব্যাট করতে নেমে কিউই বোলারদের হতাশ করে একের পর এক সেঞ্চুরি তুলে নেন লঙ্কান ব্যাটাররা। ম্যাথুস ১২ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও সেঞ্চুরি তুলে নেন কামিন্দু। শুধু তাই নয়, তার সামনে সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিও হাঁকানোর। তবে ইনিংস ঘোষণা করায় ১৮২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয় তাকে। ২৫০ বল মোকাবিলায় ১৬ চার ও ৪ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। এদিন ১৪৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় ১০৬ রানের অপরাজিত ইনিংস উপহার দেন কুশল মেন্ডিস। আগের দিন ১১৬ রান করেছিলেন দিনেশ চান্দিমাল। তাতে প্রথম ইনিংসে বিশাল পুঁজি পায় লঙ্কানরা। নিউজিল্যান্ডের জাত বোলারদের ব্যর্থতার দিনে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল গ্লেন ফিলিপস। শ্রীলঙ্কার ইনিংস ঘোষণার পর দ্বিতীয় দিনে ১৪ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল টম ব্লান্ডেলের দল। লঙ্কান বোলারদের তোপে দিনের শেষ ৮৪টি বলও নিরাপদে পার করতে পারেননি তারা। ৫ বলে ২ রান করে অসিথা ফার্নান্দোর বলে নিসাঙ্কাকে ক্যাচ দিয়ে ফেরেন টম ল্যাথাম। ২১ বলে ৯ রান করে প্রভাত জয়াসুরিয়ার শিকার ডেভন কনওয়ে। ৪২ বলে ৬ রান করে কেন উইলিয়ামসন আর ১৬ বলে ০ রানে অপরাজিত আছেন অ্যাজাজ প্যাটেল।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com