ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ () : ইসরাইলি বিমান হামলায় অব্যহত থাকায় লেবানন এবং সিরিয়ার প্রায় ১ লাখ নাগরিক লেবানন থেকে সিরিয়ায় পালিয়েছে।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি সোমবার একথা জানিয়েছেন।
ফিলিপ্পো গ্র্যান্ডি এক্স-কে বলেন, ‘ইসরাইলের বিমান হামলার কারণে লেবানন থেকে পালিয়ে আসা সিরিয়ায় প্রবেশকারী মানুষের সংখ্যা ১ লাখ ছুঁয়েছে। লেবননের সিরীয় ও লেবানিজদের এই সিরিয়ামুখী জন¯্রােত অব্যহত আছে।’
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com