প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৮:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২০, ১১:৫৬ পি.এম
ইমরান ফকির গ্রেফতার স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে” আগৈলঝাড়ায়

"
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রীকে যৌনহয়রানির (ইভটিজিং) করায় ঘর বন্ধি হয়ে থাকে দীর্ঘদিন।২৭ সে আগস্ট বৃহস্পতিবার সকালে ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় ওই ইভটিজারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ওই ইভটিজার ইমরানকে আজ বৃহস্পতিবার গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার বরিশাল আদলতে প্রেরন করেছে। আদালতের নিদের্শে ইমরানকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন ও মামলা সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের জইনদ্দিন ফকিরের ছেলে ইমরান ফকির (২০) দীর্ঘদিন ধরে একই এলাকার এক স্কুল ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে যৌনহয়রানি(ইভটিজিং) করে আসছিল। ছাত্রীর পরিবার বিষটিকে ইমরানের পরিবারকে জানালে ইমরান আরো ক্ষিপ্তহয়। ইমরান ফকিরের ভয়ে ওই স্কুল ছাত্রী রাস্তায় বের না হয়ে ঘর বন্ধি হয়ে থাকে দীর্ঘদিন।
এঘটনায় বৃহস্পতিবার সকালে ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় যৌনহয়রানির অভিযোগে মামলা দায়ের করেন, যার নং-১৫(২৭-৮-২০২০)।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই শাহাবুদ্দিন আরো জানায়, বৃহস্পতিবার দুপুরে ইমরান ফকিরকে গ্রেফতার করে বরিশাল আদালতের প্রেরন করাহয়েছে। আদালতের নিদের্শে ইমরানকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla