ঢাকা, ৮ নভেম্বর, ২০২৪ (): সুইজারল্যান্ডের জেনেভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এই ঘটনার প্রতিবাদে সংগঠনটি আজ শুক্রবার রাজধানীর বিজয় নগর এলাকায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মশাল মিছিল শেষে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জেনেভা বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে হয়রানিকারী অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। জড়িতদের পাসপোর্ট বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় তারা।
এ সময় নেতৃবৃন্দ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহিদদের আকাঙ্খা পূরণে দেশ ও জনগণের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। একই সাথে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানায় তারা।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসানের সভাপতিত্বে সমাবেশে আর বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, গণঅধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।
সমাবেশ পরিচালনা করেন অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com