নিজস্ব প্রতিবেদক।।
দেশের গন্ডি পেরিয়ে দেশে বিদেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে আর্তমানবতার সেবার কাজে বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক সম্মাননা পুরস্কার পেয়েছেন ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’র সহ সভাপতি বাংলাদেশের অন্যতম নাক কান গলা রোগ বিশেষজ্ঞ,নেক হেড সার্জন মালিবাগ খিদমা হাসপাতালের চিকিৎসক ডাঃ মশিউর রহমান।
মিশরের আব্বাসিয়া বুর্জ আল-তাতবিকিন সম্মেলন কক্ষে তিনি এই সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।
ডাঃ মোঃ মশিউর রহমান কে এই সম্মাননা দিয়েছেন মিশরের কায়রোতে বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত এইচ. ই. সাবিনা নাজ।এ সময় উপস্থিত ছিলেন ইংল্যান্ড থেকে আগত আন্তর্জাতিক আইনজীবী ব্যারিস্টার হাসান মাহমুদ ও মানবাধিকার কর্মীরা।
ফিলিস্তিনের মজলুম মুসলমানদের সহযোগিতার উদ্দেশ্যে মিশর সফরের কর্মসূচির অংশ হিসেবে কায়রোতে অবস্থিত ফিলিস্তিনি রাষ্ট্রদূত জনাব দিয়াব আল্লুর সাথে তিনি ও হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির ৬ ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূতের সঙ্গে প্রায় দীর্ঘ তিন ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তাঁরা বাংলাদেশের অন্যতম সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির পক্ষ হতে ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত জানান, ২০২৩ সনের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর ১ লক্ষ ২০ হাজার ফিলিস্তিনি মিশরের শরণার্থী হিসাবে আশ্রয় নেন। তিনি তাদের মিশরে সেবা কার্যক্রমে সব রকমের সহযোগিতা সহ এই মানবিক কার্যক্রমে তাদের সাথে থাকার ইচ্ছা প্রকাশ করেন।
এ সময়(Team HCSB) সংস্থাটির সহ-সভাপতি বলেন, ফিলিস্তিনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বায়ান্ন হাজারের বেশি গাজা ও ফিলিস্তিন শরণার্থী মিশরে আশ্রয় নিয়েছেন। আমরা এর আগেও সীমিত পরিসরে তাদের জরুরি সহায়তা দিয়েছি।
ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশী সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি এবার প্রায় কোটি টাকার খাদ্য পানীয় তাবু সেলাই মেশিন ও নগদ অর্থ সহ বিভিন্ন সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছি।
নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, আমাদের এই সহায়তা নতুন নয়। ইতোমধ্যেই আমরা মিশরের ‘রেড ক্রিসেন্ট হাসপাতাল’ এবং ‘মাহাদ নাসির হাসপাতালে’ পঞ্চাশ জন রোগীকে চিকিৎসা সহায়তা দিয়েছি। এবার আরেকটু বিস্তৃত পরিসরে সহায়তা দিতে মিশর সফরে এসেছি। এই সফরে আমরা নগদ অর্থ বিতরণের পাশাপাশি ফিলিস্তিনের দুইশ পরিবারকে সাড়ে উনিশ লাখ টাকার সহায়তা প্রদান করছি। পাশাপাশি আহত ও রোগীদের পাঁচ লাখ টাকার চিকিৎসা সহায়তা, আল আজহারের ফিলিস্তিনি শিক্ষার্থীদের তিন লাখ টাকা, দারিদ্র বিমোচনে আড়াই লাখ টাকার সহায়তা দিচ্ছি। এছাড়াও খান ইউনিসে বিশ লাখ টাকার এবং মিশরের শরণার্থী শিবিরে পাঁচ লাখ টাকার খাবার ও পানি বিতরণ করছি এবং পাঁচ লাখ টাকা ব্যয়ে শীতবস্ত্র বিতরণ করছি আলহামদুলিল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com