ক্রাইম বাংলা ডেস্কঃ চিন থেকে শুরু হওয়া করোনা ভাইরাস পুরো বিশ্বের প্রায় সমস্ত দেশেই আতঙ্ক ছড়িয়েছে। ব্রিটেন, ইতালি, আমেরিকার মতো সম্পন্ন দেশগুলিতে করোনার কারণে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ভারতের পরিস্থিতিও দিন প্রতিদিন বিগড়ে চলেছে। এখন অস্ট্রেলিয়ার কথা ধরা হলে এই ভাইরাস অস্ট্রেলিয়াতেও নিজের আতঙ্ক ছড়িয়েছে। এখনো পর্যন্ত অস্ট্রেলিয়াতে ভাইরাসের থেকে পীড়িতের সংখ্যা ৫০০০ পার করে ফেলেছে আর খবর লেখা পর্যন্ত সেখানে ৩৯জন প্রাণ হারিয়েছেন। অস্ট্রেলিয়ায় এই বিষয়ে আলোচনা চলছে যে যদি পরিস্থিতি নিয়ন্ত্রিত না হয় তো লকডাউন ৬ মাস পর্যন্ত বাড়ানো হতে পারে। এই বছরই ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়াতে আইসিসি টি-২০ ২০২০ বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু টি-২০ বিশ্বকাপ ২০২০র ভবিষ্যতও করোনা ভাইরাসের কারণে ঝুলে রয়েছে। এর মধ্যে আইসিসি সাম্প্রতিক বয়ান জারি করে আপডেট দিয়েছে যে টি-২০ বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে শেষমেশ বোর্ড কী ভাবছে
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com