যশোর প্রতিনিধি।।
যশোর সদর উপজেলার কোতায়ালি থানার আওতায় জঙ্গল-বাধাল এর প্রতিবেশী প্রবাসীর স্ত্রী কে মধ্যরাতে কৌশলে ঘরে ঢুকে স্ত্রী নাসিমা বেগম (৩৭) কে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গত (১৬ এপ্রিল) রাত আনুমানিক বারোটার দিকে একই গ্রামের ইব্রাহিম হোসেন ইব্রার বখাটে ছেলে বাপ্পি হোসেন (৩০) এ ঘটনা ঘটায়।
ধর্ষণের পর বিষয়টি তার পরিবারকে জানান ওই নারী।
এ নিয়ে স্থানীয়দের দেন দরবারের মাধ্যমে প্রভাবশালী চক্র বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠে। এমনকি ঘটনার শিকার নারীর পরিবারের উপর আসতে থাকে নানা ধরনের হুমকি ধামকি। তবে ধর্ষণের বিষয়টি এলাকায় জানাজানি হলে ধর্ষকের পরিবারের পক্ষ থেকে ওই নারী কে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে একটি মহল ধামাচাপা দেয়ার চেষ্টা করে ও ব্যর্থ হয়।
কিন্তু বিষয়টি অভিযুক্তের পরিবার থেকে কোনো ব্যবস্থা না নিলে শুক্রবার (২৬ এপ্রিল) থানায় অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। পরে পুলিশ তার অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে। যাহার মামলা নাম্বার ৩২৬৩(৩) তারিখ ২৬/৪/২০২৫ইং
মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেছেন, তার স্বামী কামরুল ইসলাম বিদেশে থাকেন। স্বামীর বাড়িতেই তিনি সন্তান নিয়ে বসবাস করেন। বাপ্পির পরিবারের সাথে তাদের পূর্বের সুসম্পর্ক। বাপ্পি তাকে “মামি” বলে ডাকেন। গত ১৬ এপ্রিল রাত ১০ টার দিকে তিনি খাওয়া শেষে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পরেন। রাত পৌনে ১২ টার দিকে বাপ্পি হঠাৎ বাড়িতে এসে দরজার কড়া নাড়ে। এতো রাতে কেনো ডাকতেছে জানতে চাইলে, সে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছে বলে জানায়। তখন সরল বিশ্বাসে দরজা খুলে দেন। দরজা খোলা মাত্রই বাপ্পি তার মুখ চেপে ধরে নানা হুমকি ধামকি দিয়ে পাশের রুমে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে হত্যার হুমকি সহ বিভিন্ন ধরনের ভয় দেখায় বাপ্পি। পরে বিষয়টি তার পরিবারকে জানান ওই নারী।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই মোহাম্মদ ফজলুল হক বলেন, ধর্ষণের মামলা হয়েছে, অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com