সুইটি আক্তার মাদারীপুর।
মাদারীপুরে প্রশাসন ও২ সংগঠনের সহযোগিতায়,২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অসুস্থ অবস্থায় ৫দিন ধরে ভর্তি অজ্ঞাত সে-ই ছেলেটির পরিচয় সনাক্ত করে ফিরিয়ে দেওয়া হলো তার মা বাবার কাছে। ছেলেটির নাম আছাদ হোসেন,(১৮) ছেলেটি গত ২৬ এপ্রিল, শনিবার সকালে তার মায়ের সাথে বাসা থেকে বের হয়ে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম সাদুর আশ্রম নামক এলাকায় আসে। এরপর ঐ আশ্রম থেকে বের হয়ে হাটতে- হাটতে আমগ্রাম বাসস্ট্যান্ড থেকে টেকেরঘাট টু মাদারীপুর লোকাল পরিবহন উঠে পরে জেলা শহরে নামিয়ে দিলে সারাদিন শহরে ঘুরাঘুরি করে একপর্যায়ে শহরের রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
এরপর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নার্স এরা ছেলেটির কাছে তার পরিচয় জানতে চাইলে কোনো কথা বলে না,এবং খাবার ও খায় না- সারাদিন চোখ বুঝে ঘুমিয়ে থাকে এমতাবস্থায় ৩ তিন পার হলে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ছেলেটির ছবি দিয়ে পিতা মাতার সন্ধান পেতে লেখা প্রচার করা হয়। গত ০১মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মাদারীপুর টু শরীয়তপুর যেতে আড়িয়াল খাঁ নদীর উপর অবস্থিত, আসমত আলী খান সেতুর সংলগ্ন- রাস্তার পাশে ঘাসের মধ্যে অসুস্থ অজ্ঞাত ছেলেটিকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পুলিশ। এছাড়া ইউটিউব ফেসবুক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছড়িয়ে পরলে। জেলার বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা এগিয়ে আসে ।বৈষম্যবিরোধী ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা মিলিতভাবে সহযোগিতায় অজ্ঞাত ছেলেটিকে নতুন পরনের পোশাক ও খাবার খাওয়ানোসহ কাছে থেকে বেসা করেন। অজ্ঞাত ছেলেটির পরিচয় সনাক্ত করতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক ছেলেটির প্রকৃত অভিভাবকের নিকট হস্তান্তরের জন্য, ছেলেটির হাতের ফিঙ্গার নিয়ে অজ্ঞাত ছেলেটির পরিচয় সনাক্ত করে পুলিশ।ছেলেটির নাম আছাদ হোসেন, পিতা রাজ্জাক হোসেন,মাতা রাশিদা বেগম। সং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার -কলাপাড়া থানা। খবর পেয়ে তার মা রাশিদা বেগম আসলে, তার কাছে প্রশাসন ও বৈষম্ববিরোধী ছাত্রসংগঠনসহ সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ছেলেটিকে তার মায়ের কাছে হস্তান্তর করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com