হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে গভীর রাতে একটি মাদরাসায় আগুন দিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কুরআন শরীফ পুড়িয়ে ছাই করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাতামতলী এলাকার দারুল উলুম মোহাম্মদীয়া মাদ্রাসায়। এঘটনায় তৎক্ষনাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্থানীয় বাদামতলী বাজারে বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৯ জুন) ভোর রাতে কে বা কাহারা মাদরাসায় আগুন লাগিয়ে দেয়। এতে মাদরাসা ৬ টি কক্ষে থাকা আসবাবপত্র ও ১৫ টি কুরআন শরীফ পুড়িয়ে ছাই হয়ে যায়। ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মাদরাসার মসজিদে এসে আগুন দেখতে পায় মুসল্লীরা। পরে তারা মাদরাসার পরিচালককে খবর দেন। এলাকাবাসী সম্মেলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় মাদরাসার গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কুরআন শরীফ পুড়িয়ে সব তচনচ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসে। এঘটনায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী।
মাদরাসার পরিচালক মাওলানা ইসরাফিল বলেন, তিনি বাড়ীতে ছিলেন। ফজরের নামাজের সময় খবর পান মাদরাসায় আগুন লাগে। আগুনে মাদরাসার গুরুত্বপূর্ণ আসবাবপত্র,জরুরি কাগজপত্র ও ১৫ টি পবিত্র কুরআন শরীফ পুড়ে গেছে। এঘটনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আগুন লাগার ঘটনায় একটি অভিযোগ দিয়েছেন মাদরাসা পরিচালক। বাদীর অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রকৃত অপরাধীকে ধরতে তদন্ত অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, ঘটনাটি শুনার সাথে সাথে আমি সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি। ধর্মীয় ইস্যু, তাই কোনভাবেই অপরাধীকে ছাড় দেওয়া হবেনা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com