বিশেষ প্রতিনিধি:
মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য বরিশালের বিখ্যাত সাংবাদিক মামুনুর রশীদ নোমানীকে বার্তা প্রবাহ পত্রিকা সন্মাননা স্মারক প্রদান করেন।
১ জুলাই'২৫ তারিখ মঙ্গলবার বিকেলে রাজধানীর বার্ডস আই কনভেনশন সেন্টারে বার্তা প্রবাহ পত্রিকার ২১ বছরে পদার্পন উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বার্তা প্রবাহ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী।প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নদী রক্ষা কমিশনের সচিব মোঃ মনিরুজ্জামান তালুকদার।বিশেষ অতিথী ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ ও ব্যবসায়ী মফিজুর রহমান লিটন ও বিশিষ্ট গনমাধ্যম সংগঠক জাহিদ আহমেদ চৌধুরী।
সাংবাদিক মামুনুর রশীদ নোমানী বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহনামা পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ও দৈনিক বাংলারবনে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক , দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকা,দৈনিক বাংলাভূমি, দৈনিক মাতৃছায়া পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।এ ছাড়া তিনি ইত্তেহাদ নিউজের আবাসিক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। নোমানী অনলাইন নিউজ পোর্টাল শীর্ষ নিউজ,বরিশাল খবরসহ একাধিক অনলাইন গনমাধ্যমে কর্মরত। নোমানী সাংবাদিকতার পাশা পাশি একইসাথে একজন কলামিষ্ট, লেখক, সমাজ সেবক এবং জনপ্রিয় মুখ। এফ এফ এল বিডি ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি সাংবাদিকতা তথা মিডিয়া অঙ্গনে পরিচিত একটি মুখ ।
সাংবাদিক জীবন শুরু জুনিয়র রিপোর্টার হিসেবে ২০০০ সালে। দীর্ঘ দুইযুগ পেশাদার সাংবাদিক হিসাবে অনেক গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে আসছেন। তিনি অসংখ্য সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এফ এফ এল ইয়ুথ ফাউন্ডেশন ও ফ্রেন্ডস ফর লাইফ সমবায় সমিতির প্রতিষ্ঠাতা। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বেকার, পিছিয়ে পড়া মানুষ, যুবকদের দক্ষ ও স্বাভলম্ভী করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি সচেতন নাগরিক আন্দোলন, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি,বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক,বাংলাদেশ সাংবাদিক ইউনিটি,বনপাসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ দ্বায়িত্বে রয়েছেন।
এছাড়া সাংবাদিক নোমানী অনলাইন সাংবাদিকতা ও মফস্বল সাংবাদিকতায় একাধিকবার শেরেবাংলা পদকসহ সম্মাননা লাভ করেছেন। লাভ করেছেন স্থানীয় ও জাতীয় পর্যায়ে অসংখ্য পুরুস্কার।
সাংবাদিক নোমানী একজন প্রতিবাদী সাহসী সাংবাদিক। অন্যায়ের কাছে কোনদিন মাথানত করেন নি। সাংবাদিকতা পেশায় তিনি আপোষ বা দালালী কিংবা লেজুড়ভিত্তি পছন্দ করেন না। পছন্দ না করার কারনে তিনি একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন।কারাবরনও করেছেন একাধিকবার। প্রতিবাদী সাংবাদিকদের প্রতীক তিনি। সর্বমহলে নোমানী এক পরিচিত সাংবাদিকের নাম।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com