মোশাররফ হোসাইন রাজু:
দেশে ও বিদেশে আন্তর্জাতিক অঙ্গনে মানবিক সেবা কার্যক্রমে অনন্য অবদান রাখায় হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ কে স্বীকৃতি দিল নেপাল।
“নেপাল-বাংলাদেশ আন্তর্জাতিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫” এ মানবিক সেবা কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননা পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ-এর মহাপরিচালক মুহাম্মদ রাজ এবং সিনিয়র সহ-সভাপতি ডা. মোঃ মশিউর রহমান।
এই সম্মাননা তাদের হাতে তুলে দেন নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী মাননীয় বারদী প্রসাদ পাণ্ডে।পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইউনিয়ন হাউস অডিটোরিয়াম, কাঠমান্ডু, নেপাল-এ।
অনুষ্ঠানে নেপালের পক্ষে সভাপতিত্ব করেন ডা. তিল কুমারী জি. রানা, ডিডিএফএন-এর সভাপতি এবং বাংলাদেশের পক্ষ থেকে সভাপতিত্ব করেন এম. জহিরুল ইসলাম খোকন, বাংলাদেশ কো-অর্ডিনেটর।
এই সম্মাননা উপলক্ষে ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি’-এর একটি প্রতিনিধি দল বর্তমানে নেপালে অবস্থান করছে। সফরের অংশ হিসেবে তারা মসজিদ ও মাদরাসা নির্মাণ, নওমুসলিমদের খোঁজ-খবর নেওয়া এবং দ্বীনি শিক্ষা প্রসারে নানা কার্যক্রম বাস্তবায়ন করছেন। প্রতিনিধি দলে আরও রয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম খলিল এবং সংস্থার শুভানুধ্যায়ী হাজী মোঃ ইদ্রিস আলী।
সফরকালীন সময়ে ‘টিম হাফেজ্জী’ এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেন নেপালের সংসদ সদস্য, ইসলামী আইন বিষয়ক বিশেষজ্ঞ ও জমিয়তে উলামায়ে নেপালের সভাপতি মোহাম্মদ খালিদ সিদ্দিকী সাহেবের সঙ্গে। তিনি টিম হাফেজ্জীর মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন,
“নেপালের মাটিতে তারা যে দ্বীনি ও মানবিক কাজ করছেন, আমি সর্বদা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com