কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়ায় ৬৪০ পিছ ইয়াবাসহ মো. সুমন হাওলাদার (৩৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। সোমবার শেষ বিকেলে উপজেলার মহিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে তার নিজ বাসা থেকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা তাকে আটক করেন। এসময় তার নিকট থেকে ৬৪ গ্রাম ওজনের ৬৪০ পিছ ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মহিপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামী সুমন হাওলাদার ওই ওয়ার্ডের মো. তৈয়ব আলী হাওদারের ছেলে।
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ৬৪০ পিছ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com