এম নজরুল ইসলাম।।
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির সময় ৩ জনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে চুনকুটিয়া, কদমতলী গোলচত্বর ও আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহন ও ফুটপাত থেকে প্রকাশ্যে চাঁদাবাজি করার সময় হাতেনাতে চাঁদা আদায়ের নগদ অর্থ সহ ৩ চাঁদাবাজকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- ১। মোঃ মোস্তফা ওরফে স্বপন ওরফে বাতাস (৪০) পিতাঃ আব্দুল কাদের বেপারী, ঠিকানা: চুনকুটিয়া মধ্যপাড়া, শুভাঢ্যা (শাহজালালের বাড়ির ভাড়াটিয়া,থানা দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা। স্থায়ী ঠিকানাঃ সেলিমাবাদ, মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, ২। মোঃ শফিক (৩৫), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-মুসলিমপাড়া,থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, ৩। সৈয়দ আল মামনু, পিতা-মৃত মীর মানিক, সাং- কাচিপাড়া, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, বর্তমান সাং-বন্দডাকপাড়া, জিনজিরা ৪ নং ওয়ার্ড (জাহাঙ্গীর মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার কেরাণীগঞ্জ সার্কেল মোঃ জাহাঙ্গীর আলমের এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন (অফিসার ইনচার্জ) দক্ষিণ কেরাণীগঞ্জ থানা, ঢাকা জেলা -এর নেতৃত্বে একাধিক চৌকস পুলিশ টিম নিয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া বেবীন্ট্যান্ডে চাঁদাবাজি করার সময় আসামী ১। মোঃ মোস্তফা ওরফে স্বপন ওরফে বাতাস (৪০), এর নিকট হইতে চাঁদা আদায়ের নগদ ৬,৮৪০/-টাকা, ২। দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী মোড়স্থ দোহার-নবাবগঞ্জগামী রাস্তার মাথায় মাইক্রোস্ট্যান্ড হইতে চাঁদাবাজি করার সময় আসামী সৈয়দ আল মামনু (৪০) এর হেফাজত হইতে চাঁদা আদায়ের নগদ ১,০০০/-টাকা, ৩। দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর সাকিনস্থ কাশ্মীর লাইভ বেকারী গুভ এন্ড কনফেকশনারী এর সামনে লেগুনা স্ট্যান্ড হইতে আসামী মোঃ শফিক (৩৫) চাঁদাবাজি করার সময় আসামীর হেফাজত হইতে চাঁদা আদায়ের নগদ ২,৪২০/-টাকা সহ আসামীদের হেফাজত হইতে চাঁদা আদায়ের সর্বমোট নগদ ১০,২৬০/-(১০ হাজার দুইশত ঘাট) টাকা উদ্ধার করা সহ গ্রেফতার করিয়া নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে। চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তাদের পরিচয় একটাই তারা চাঁদাবাজ। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com