এম নজরুল ইসলাম।।
৭১ মিডিয়া আয়োজিত আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননায় “হিউম্যানিটেরিয়ান সার্ভিস” এ ভূষিত হয়েছেন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এর মহাপরিচালক মুহাম্মদ রাজ।
শুক্রবার (২৫শে জুলাই) মালিবাগস্থ হোটেল স্কাই সিটির হল রুমে এই অনুষ্ঠানে আরো অ্যাওয়ার্ড নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রথম শাড়ির অভিনেতা, অভিনেত্রী, কন্ঠ শিল্পী, নির্মাতা সহ একঝাঁক তারকারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর বিচারপতি মীর হাসমত আলী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় একুশে পদক প্রাপ্ত ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. হামিদা খানম, এনটিভির পরিচালক নূর উদ্দিন আহমেদ, মিডিয়া ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, কন্ঠ শিল্পী ফেরদৌস আরা, কন্ঠ শিল্পী মনির খান, অভিনেত্রী দীপা খন্দকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও ৭১ বাংলা মিডিয়ার প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। স্বাগত বক্তব্য রাখেন ৭১ মিডিয়া ভিশন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনজুর হোসেন ইশা। স্বাগত বক্তব্য রাখেন ৭১ মিডিয়া ভিশন এর নির্বাহী সম্পাদক আর কে রিপন।
অনুষ্ঠানে আজীবন সন্মাননা দেয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ও একুশে পদক প্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান কে।
৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড- ২০২৫ সম্মাননা পুরস্কার ও সনদপত্র গ্রহণ কালে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ-এর মহাপরিচালক মুহাম্মদ রাজ তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এই সম্মান আমি উৎসর্গ করছি আমার প্রিয় “টিম হাফেজ্জী”-কে।
কারণ, আমি একা কিছুই না—আমরা একসাথে পুরো টিম নিয়ে সব কিছু একসাথে কাজ করি।
হাজারো তারকা, মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিজনেস আইকনের ভিড়ে একজন দাঁড়িওয়ালা, টুপি-পরা, জুব্বা-পরা মানুষ—হাতে তাসবি! সম্ভবত সেদিন আমি-ই ছিলাম একমাত্র।
আমি দেশের বড় বড় মিডিয়ার সামনে তুলে ধরলাম আমাদের সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ-এর মানবিক কার্যক্রম এবং গাজার মজলুম আত্মার দীর্ঘশ্বাস।
মজলুমদের আর্তনাদের কথা শুনে অনেকের চোখে পানি এসে গেল—কেউ কেউ চোখ চুরি করে মুছেও ফেললেন।
এ যেন আমার বক্তব্য নয়—একটি বিধ্বস্ত জাতির হাহাকার, যা ওদের হৃদয় ছুঁয়ে গেল।
দেশে এবং বিদেশেও, শুধুমাত্র আমার রবের রহমত ও আপনাদের দোয়ার বদৌলতেই আজ পর্যন্ত আমি পেয়েছি একাধিক শীর্ষস্থানীয় সম্মাননা—আলহামদুলিল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক নবজীবন পত্রিকার প্রধান সম্পাদক ও এশিয়া বাণীর অনুসন্ধানী প্রতিবেদক এম নজরুল ইসলাম, দৈনিক বাংলাদেশ যুগান্তর সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক গনজাগরণ পত্রিকার সহ-সম্পাদক মোশাররফ হোসাইন রাজু , নবজীবন পত্রিকার মফস্বল সম্পাদক শরিফুল ইসলাম আকন সহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন এর সাংবাদিক বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com