এস এম আবুল বাশার , ফরিদপুর জেলা প্রতিনিধিঃ- সারা দেশের ন্যায় দেশব্যাপি ধর্ষন নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নবগঠিত সাম্মলিত সাংস্কৃতিক জোট মধুখালী শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।আজ মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় সাম্মলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক মির্জা গোলাম ফারুকের সভাপতিত্বে ও দিপংকর পালের সঞ্চালনায় মনববন্ধনে সংহতি প্রকাশ করে। বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল,উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওহিদুজ্জামান বাবলু মিয়া, রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ নজরুল ইসলাম, মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল, সাংগঠনিক সম্পাদক এসএম আবুল বাশার, চিকুর সাহা,প্রভাষক সঞ্জীব কুমার রায়, আক্কাস খান, তপতি ঘোষ, রাধা রানী ভৌমিক, মেহেদী হাসান পলাশ,ডাঃ সুলতান আহম্মদ, সালেহীন সোয়াদ সাম্মীসহ প্রমুখ।ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশব্যাপি যে নারী ও শিশু ধর্ষন হচ্ছে সবাইকে সচেতন হতে হবে। আসুন আমার সবাই মিলে এই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com