হাবিবুর রহমান,কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরে দুর্বৃত্তদের হাতে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাব। এঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার (৮ আগস্ট) রাতেই কমলনগর প্রেসক্লাবের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহবায়ক মুছাকালিমুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব আমানত উল্যাহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন,গত ৭ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে। তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।
আসাদুজ্জামান তুহিন গাজীপুরে একটি লাইভ সম্প্রচার করেছিলেন। ওইদিন রাতেই একটি গোষ্ঠী তাকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করলো। এ থেকে স্পষ্ট বোঝা যায়, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই বললেই চলে। যেখানে একজন সাংবাদিকই নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? এই নির্মম হত্যাকাণ্ড জাতির জন্য একটি অশনি সংকেত। বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হচ্ছে জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, একের পর এক সাংবাদিক হত্যা ও নির্যাতন কেবল ব্যক্তিগত আঘাত নয়: এটি গণমাধ্যমের উপর ভয়াবহ আক্রমণ। জাতীয় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্ট্রকে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নিতে হবে।সাংবাদিকদের দায়িত্ব পালনে নিরাপদ অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। অপরাধীদের বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে সাংবাদিক সমাজ। দেশে একের পর এক সাংবাদিক নির্যাতন ও খুন হচ্ছে। এর বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। আমরা দ্রুত সময়ের মধ্যে আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
সভায় উপস্থিত ছিলেন কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা মিজানুর রহমান মানিক, বেলাল হোসেন জুয়েল, সদস্য- এম এ মজিদ,শাহরিয়ার কামাল, এম এ এহসান রিয়াজ, মাকছুদুর রহমান, নাসির মাহমুদ বিএসসি,মোখলেছুর রহমান ধনু, শোরাফ উদ্দীন স্বপন, হেলাল উদ্দীন সুমন, শাহাদাত হোসেন সুমন, হাবিবুর রহমান, এমরান হোসেন, ইউনুছ হাওলাদার ও রিমন রাজু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com