কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
দৈনিক প্রতিদিনের কাগজেথর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন সহ সারা দেশে সাংবাদিক হত্যা, মামলা হামলা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় মানববন্ধন ও সভা করেছে কর্মরত সাংবাদিকরা। সোমবার বেলা ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনের সড়কে দাড়িয়ে এ কর্মসূচি পালন করেন। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন গনমাধ্যম কমর্ীরা উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষারথর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পটুয়াখালী জেলা সভাপতি মো.মিজানুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশীদ, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ প্রমুখ।
বক্তরা সারা দেশের সাংবাদিকরা হত্যা, নির্যাতন, হামলা মামলার শিকারের প্রতিবাদ জানান। একই সাথে সাংবাদিক সুরক্ষায় পদক্ষেপ নেয়া সহ সুরক্ষা আইন প্রনয়ন ও তার বাস্তবায়নের দাবি জানান তারা।
সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com