নুরুল আমিন, বিশেষ প্রতিনিধি :
ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকগণ।
দেশের বিভিন্ন স্থানে ‘প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, সাম্য চাই’ স্লোগানকে সামনে রেখে আন্দোলন শুরু করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন। তারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে এ সংবাদ সম্মেলন করেছে।
মঙ্গলবার সকালে লালমোহন প্রেসক্লাবে সংগঠনের লালমোহন উপজেলা শাখার নেতারা বক্তব্য প্রদান করেন। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের লালমোহন উপজেলা সদস্য সচিব মাওলানা আজিম উদ্দিন।
লিখিত বক্তব্যে জানানো হয়, ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হবে। কিন্তু কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয়েছে, যা অসাম্য সৃষ্টি করেছে। ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা সফলতা অর্জন করেছে।
বৃত্তি শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস, সামাজিক মর্যাদা ও শিক্ষায় অগ্রগতির প্রেরণা। যখন কোনো শিশু তার বন্ধুরা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে, কিন্তু সে পারছে না বিদ্যালয়ের স্বীকৃতির ভিন্নতার কারণে, তখন তা তার মনোবল নষ্ট করে এবং বৈষম্যমূলক মনোভাব গড়ে তোলে, যা জাতীয় শিক্ষানীতির সাম্যের নীতির পরিপন্থী।
বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে না পারলে শিক্ষার্থী ও পরিবারে মানসিক চাপ সৃষ্টি হয়, যার দায়ভার সরকারকেই নিতে হবে। প্রাথমিক শিক্ষা শুধু সাক্ষরতার পরিচায়ক নয়, এটি ভবিষ্যতের মজবুত ভিত্তি গড়ে দেয়। যদি সেই ভিত্তিতে বৈষম্য থাকে, তবে কীভাবে সমতার সমাজ গঠন সম্ভব?
সংগঠন কর্তারা ইতোমধ্যে জারি করা পরিপত্র বাতিল করে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষায় সমঅধিকার নিশ্চিত করার জন্য জোর দাবি জানান। তারা বলেন, ২০ আগস্টের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন করবেন।
সংবাদ সম্মেলন শেষে তারা লালমোহন উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি দিতে যান।
সংবাদ সম্মেলনে লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল আজিজ শাহিন, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, মাহবুবুর রহমানসহ অন্যান্য সাংবাদিকগণ ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com