মোঃ আবুল বাশার, ভোলা প্রতিনিধি :
ভোলার বোরহানউদ্দিনে খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৫ আগস্ট রোজ শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে সাবেক তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খান। উপস্থিত ছিলেন যুগ্ন আহ্বায়ক কাজী শহিদুল আলম, সদস্য সচিব এডভোকেট কাজী আজম,পৌর বিএনপির সহসভাপতি বশির আহমেদ,আঃ রব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম,পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মৃর্ধা,পৌর ওলামাদলে সাধারন সম্পাদক আবুল বাশার,উপজেলা ছাত্রদলের সভাপতি দানিস চৌধুরী, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, সম্পাদক হাসিবুর রহমান ফাহিম।রোগমুক্তি কামনায়
বোরহানউদ্দিন পৌর ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা মোঃ হারুনুর রশিদ পবিত্র কুরআন থেকে তেলোয়াত করার মধ্যে দিয়ে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা কাজী মোঃ রবিউল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলার বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি তার অংগ সংগঠনের নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com