কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৬ আগষ্ট) সকাল সাড়ে দ'শটায় মদন মোহন শেবাশ্রমের উদ্যোগে পৌর শহরে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ও জগন্নাথ মন্দীর প্রদক্ষিণ করে পুনরায় মদন মোহন শেবাশ্রমে গিয়ে শেষ হয়।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ সভপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সী, মদন মোহন মন্দীর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নাথুরাম ভৌমিক সহ হিন্দুধর্মাবলম্বী শত শত নারী পুরুষ অংশগ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com