কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
হঠাৎ বিকট শব্দে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর আলীপুরে ষ্টার বরফ মিলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটার পর ব্যাপক গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকার মানুষ আতংকিত হয়ে পড়ে। গ্যাসের তীব্র গন্ধে কারো কারো নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে। এ সময় নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে শতশত মানুষ দৌড়ঝাপ করেন।
অনকেরই অভিযোগ মিল মালিকদের অসাবধানতার কারনে এমন ঘটনা এর আগেও ঘটেছে। বিশেষ করে সিলিন্ডার গুলো বেশী পুরনো হলে এমন ঘটনা ঘটার আশংকা থাকে বলে তারা জানান।
স্থানীয় বাসিন্দার জানান, ঘটনাটি আলীপুরে হলেও গন্ধ ছড়িয়ে পড়েছে প্রায় এক কিলোমিটার জুড়ে। তার নিজেরও শ্বাস প্রশ্বাস জনিত সমস্য হয়েছিল। তবে এঘটনায় এখন হয়তো তেমন কিছু হয়নি, ভবিষ্যতে বড় ধরনের কিছু যে হবে না তা বলা যায় না। তারা বরফ কল মালিকদের সর্তক হওয়ার অনুরোধ করেন।
এ ঘটনায় ব্যবসায়ি মো. মাহাতার হাওলাদার তার নিজরে ফেসবুক পেইজে লেখেন, আলীপুর একটি বরফ কলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে এবং এতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হলে বা সিলিন্ডার বিস্ফোরণের কারণে গ্যাস বাতাসে মিশে যায় এবং গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। এই গন্ধের কারণে আশেপাশে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন, কারণ গ্যাস লিকেজ বা বিস্ফোরণের কারণে আগুন লাগতে পারে বা অন্যান্য দুর্ঘটনা ঘটতে পারে। বরফ কলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা সাধারণত খুবই বিপজ্জনক হতে পারে। এই ধরনের ঘটনায় আগুন লাগা বা আশেপাশে থাকা মানুষের গুরুতর আহত হওয়ার ঝুঁকি থাকে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে কর্তৃপক্ষ কারণ অনুসন্ধানে কাজ করছে।
এ ব্যাপারে ষ্টার বরফ মিল মালিকের বক্তব্য নেয়ার সাংবাদিকরা চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
কালাপাড় ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. আবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থ গিয়ে উর্ধ্বতন কর্মকর্তার পরমর্শ নিয়ে প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে পর নিয়ন্ত্রনে আনা হয়। তবে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে, তার তীব্র গন্ধ ছিলো বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com