কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়ায় দিনের বেলায় প্রকাশ্যে এক মহিলার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পৌর শহরের নতুন বাজার এলাকার অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী নিলুফা বেগম উপজেলার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামের বাসিন্দা মো. দুলাল সিকদারের স্ত্রী।
ভুক্তভোগী নিলুফা বেগম জানান, কয়েকদিন আগে তিনি একটি এনজিও থেকে ঋণ নেন। ওই ঋণের টাকা চেকের মাধ্যমে অগ্রণী ব্যাংক থেকে উত্তোলন করে বের হওয়ার সাথে সাথেই এক যুবক হঠাৎ তার হাত থেকে টাকা ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।
কলাপাড়া থানার এসআই মো. জাকির হোসেন বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত ছিনতাইকারীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com