মো.নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়ায় দিনের আলোয় আলোচিত ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত রুবেল নামে এক ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে যুবদল নেতা মামুন শিকদার। রবিবার সকালে যুবদল নেতার সাহসী উদ্দোগে ও স্থানীয় সাইফুল আজিমথর সহযোগিতায় পার্শ্ববর্তী উপজেলা আমতলীর ছোনাউটা চারেরখাল এলাকার সাহাদাতের বাসা থেকে তাকে ধরে আনা হয়। রুবেল আমতলী উপজেলার দফাদার ব্রিজ এলাকার বাসিন্দা হারুনের ছেলে।
গত মঙ্গলবার (১৯ আগস্ট) কলাপাড়ায় এক দুস্থ নারী ব্যাংক থেকে ৩০ হাজার টাকা লোন নিয়ে বাড়ি ফেরার পথে দিনের বেলায় ছিনতাইয়ের শিকার হন। পরে, ওই নারী উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. মামুন শিকদারের ফেরিঘাট ব্যবসায়িক অফিসে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে নিজের অসহায় অবস্থার কথা বলেন। অবশেষে সিসি ফুটেজ দেখে নানা প্রচেষ্টা ও অনুসন্ধানের পর ছিনতাইকারীকে পাকরাও করে কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, ভুক্তভোগীর জন্য মাত্র ৩০ হাজার টাকা হলেও এর গুরুত্ব ছিল ত্রিশ লক্ষ টাকার সমান। মামুন শিকদারের নিরলস প্রচেষ্টায় ছিনতাইকারী গ্রেপ্তার হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয় কলাপাড়া থানার এসআই মো. জাকির হোসেন বলেন, “ছিনতাইয়ের অভিযোগ পেয়ে আমরা ব্যাংকে গিয়ে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। এরপর থেকেই ছিনতাইকারীকে শনাক্ত করতে শুরু করি। তবে আজ সকালে স্থানীয়রা তাকে ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com