পটুয়াখালী, ২০ আগস্ট ২০১৫ (শনিবার):
পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে আলিপুর বাজার-সংলগ্ন গাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।
যৌথ অভিযানের সময় উক্ত এলাকা থেকে ৩টি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটগুলো থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। মুচলেকা নিয়ে পরে বোটগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ ট্রলিং বোটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com