মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনা উপজেলায় মৎস্য দপ্তরের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর বিভিন্ন চরে অভিযান চালানো হয়। এতে প্রায় ২৫টি চায়না দুয়ারি, একটি রাক্ষুসে বাঁধা জাল এবং তিনটি ভাসান জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে জব্দকৃত জাল উপজেলা মৎস্য দপ্তরের সামনে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজনুল হাসান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, “দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও অন্যান্য ধ্বংসাত্মক জাল ব্যবহার রোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com