কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
বিরল প্রজাতির আহত একটি সজারু উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। এটির দৈঘর্য দুই ফুট ও ওজন ৭ কেজি। শনিবার রাত সাড়ে ১১ টায় চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রাম থেকে এ সজারুটি উদ্ধার করা হয়।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা জানায়, স্থানীয়রা সজারুটিকে আটক করে পিটিয়ে গুরুতর আহত করে। তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থল থেকে সজারুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এটি সুস্থ হলে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে বলে জানান তারা।
কলাপাড়া (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক বলেন, বিপদগ্রস্থ বন্যপ্রানী উদ্ধারে এনিমেল লাভারস অফ পটুয়াখালীকে সব সময় সহযোগিতা করা হচ্ছে। সজারুটিকে চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হবে। বন্যপ্রানী নিধনকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com