প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ৫:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ৯:৩৭ পি.এম
আমতলীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান/দৈনিক ক্রাইম বাংলা।।

এস এম নাসির মাহমুদ আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার আমতলীর নতুন বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার দুপুরে নৌবাহিনী ও পুলিশ (যৌথবাহিনী) চেক পোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন। বিশেষ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেনে আমতলী নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ এম আর এস সাইদ বিএন এবং আমতলী থানার এস আই মো. জসিমসহ নৌবাহিনী ও পুলিশবাহিনীর সদস্যরা। অবৈধ যানবাহন চলানোর অভিযোগে ৯ হাজার টাকা জরিমানা করেন।
আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুল ইসলাম বলেন অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2024 Daily Crime Bangla