মোঃ আসাদুজ্জামান ভুট্টু,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁ বদলগাছী উপজেলার বালুভরা ইউপি’র কোমারপুর গ্রামের ছোট যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মোঃ সোহেল নামের (১৪) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মৃত সোহেল হোসেন পিতার নাম মোঃ আরমান হোসেন পেশায় একজন রাজমিস্ত্রি, মৃত সোহেল হোসেন মির্জাপুর কে.সি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর একজন শিক্ষার্থী।
আজ মঙ্গলবার দুপুর আনুমানিক ০১টার দিকে কয়েক বন্ধু মিলে নদীতে মাছ ধরতে যায় সাথের বন্ধুরা নদীর এ পাড় হতে ডুব মেরে ও পাড়ে গেলেও মৃত সোহেল হোসেনের কোমরে খাপলা জালের রশি বাঁধা থাকায় সে পানিতে ডুবে যায়। পরবর্তীতে তার বন্ধুরা মৃত সোহেল হোসেন কে দেখতে না পেয়ে আশে-পাশে ডাক চিৎকারে স্থানীয় লোক-জনের সহায়তার মৃত সোহেল হোসেনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com