দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।।
পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের চরহাদী গ্রামে এক গৃহস্থের গোয়ালঘর থেকে চারটি গাভী গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময়ে চরহাদী গ্রামের মৃত হাসেম মৃধার ছেলে মো. রাজ্জাক মৃধার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাজ্জাক মৃধা জানান, প্রতিদিনের মতো তিনি তার চারটি গৃহপালিত গরু বসতঘরের পাশে রাস্তার ধারে বাঁধা অবস্থায় রেখে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে ঘুমিয়ে পড়েন। পরদিন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখেন চারটি গাভী গরু সেখানে নেই।
তিনি ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ও প্রতিবেশীরা এসে ঘটনা প্রত্যক্ষ করেন। রাজ্জাক মৃধা দাবি করেন, রাত ১০টা ৩০ মিনিট থেকে ভোর ৫টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরচক্র তার গরুগুলো চুরি করে নিয়ে যায়।
ঘটনার বিষয়ে আত্মীয়স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি কিছুটা বিলম্বে দশমিনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চুরি যাওয়া গরুগুলোর বর্ণনা নিম্নরূপ:
১. আনুমানিক ১০ বছর বয়সী একটি গাভী, লাল রঙের, লম্বা বাঁকা শিং ও পূর্ণ লেজ।
২. আনুমানিক ৫ বছর বয়সী একটি গাভী, লাল রঙের, ছোট শিং ও পূর্ণ লেজ।
৩. আনুমানিক ৪ বছর বয়সী একটি গাভী, লাল রঙের, ছোট শিং ও পূর্ণ লেজ।
৪. আনুমানিক ৫ বছর বয়সী একটি গাভী, লাল রঙের, ভোঁতা শিং ও পূর্ণ লেজ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, এটি একটি সংঘবদ্ধ চোরচক্রের কাজ।
পুলিশ বলেছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com