স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার দুপুরে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছেন, “আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হামলার হুমকি নেই। এবার দুর্গাপূজা গতবছরের চেয়েও ভালোভাবে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন হবে।”
পরিদর্শনকালে মন্দির কমিটির নেতাদের জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আপনাদের আমি আশ্বস্ত করছি, গতবছরের চেয়েও এবারের পূজা আরও ভালোভাবে হবে এবং উৎসবমুখর ও পূজার পবিত্রতা বজায় থাকবে। যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, আপনারা ধর্মীয় সব রীতি মেনে এখানে যার যা কাজ সেগুলো করবেন। আমি আশা করি, এবারের পূজা খুবই নির্বিঘ্ন ও উৎসবমুখর হবে।”
তিনি আরও যোগ করে বলেন, “গত ১৫ বছর সরকার পূজা মন্দিরে দুই কোটি টাকা অনুদান দিতো। গত বছর ছিল চার কোটি। এবার পাঁচ কোটি টাকা অনুদান দেবে সরকার। এরপরও যদি কোনোরকম প্রয়োজন হয় আমরা অবশ্যই দেখবো।”
দুর্গাপূজা যেন নির্বিঘ্নে উদযাপিত হয়, যেখানে যা ঘটবে তা যেন সঙ্গে সঙ্গে জানা যায়, সেজন্য অ্যাপস খোলা হয়েছে বলেও জানান তিনি।
‘পরিচালনা পর্ষদ দিয়ে অবজারভেশন শুরু হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীও চলে আসবে। আমার অনুরোধ আপনারা মন্দিরের পবিত্রতা রক্ষা করবেন এবং সবাই যেন ভালোভাবে পূজা উপভোগ করতে পারে সেদিকে খেয়াল রাখবেন’-যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজামণ্ডপে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য আমরা পূজা কমিটিকে অনুরোধ করেছি। আমাদের আনসার থাকবে, অন্য আইনশৃঙ্খলা বাহিনীর লোক থাকবে, পুলিশ থাকবে, পূজা কমিটির নিজস্ব লোকও থাকবে। ২৪ ঘণ্টা অবজারভেশনে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com