আতঙ্কে নারায়ণগঞ্জ: নিরাপত্তাহীনতার নগরীতে রূপান্তর
প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জের আজকের চিত্র একেবারেই ভিন্ন। শিল্প, ব্যবসা-বাণিজ্য ও শ্রমনির্ভর কর্মকাণ্ডের কারণে একসময় যেটি প্রাণচঞ্চল শহর হিসেবে পরিচিত ছিল, সেটিই এখন রূপ নিচ্ছে আতঙ্কের নগরীতে। একের পর এক খুন, মাদক ব্যবসার দৌরাত্ম্য, রাজনৈতিক সংঘর্ষ ও ভয়ঙ্কর অপরাধকাণ্ড সাধারণ মানুষকে দিশাহারা করে তুলছে। সংখ্যাগুলোই ভয়াবহ চিত্র ফুটিয়ে তুলছে। পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জেলায় ৮৫টি খুন সংঘটিত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে চুরি, ছিনতাই, ডাকাতি ও নারী নির্যাতনের মতো শত শত মামলা। মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শিকার হচ্ছে শহরের সাধারণ মানুষ। অথচ প্রায় ৫০ লাখ জনসংখ্যার জেলাটিতে পুলিশের সদস্য সংখ্যা মাত্র ১,৯৬২-গড়ে প্রতি আড়াই হাজার মানুষের জন্য একজন পুলিশ সদস্য। এই বাস্তবতায় জননিরাপত্তা নিশ্চিত করা যে প্রায় অসম্ভব, তা বলাই বাহুল্য। পুলিশের জনবল সংকটের পাশাপাশি রয়েছে পরিবহন ও অস্ত্রসংকট। গত বছরের ৫ আগস্ট ভয়াবহ হামলায় বিপুলসংখ্যক অস্ত্র ও যানবাহন লুট হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আজও ৪১টি অস্ত্র নিখোঁজ, যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে। এই অস্ত্রগুলো অপরাধচক্রের হাতে পড়লে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। নারায়ণগঞ্জের সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর ধরনও আতঙ্ক বাড়াচ্ছে। কোথাও জমি বিরোধ, কোথাও মাদক, কোথাও আবার রাজনৈতিক সংঘর্ষের জেরে প্রাণ যাচ্ছে মানুষের। খণ্ডিত মরদেহ উদ্ধার কিংবা বাবাকে সন্তানের হাতে খুন হওয়ার মতো নৃশংস ঘটনা নাগরিক জীবনে ভয় ও অনিশ্চয়তার মাত্রা বাড়িয়ে দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তারা কঠোর নজরদারি চালাচ্ছে। কিন্তু কেবল নজরদারিই যথেষ্ট নয়। নারায়ণগঞ্জে জনবল বাড়ানো, আধুনিক সরঞ্জাম সরবরাহ, মাদক নিয়ন্ত্রণে কার্যকর অভিযান এবং রাজনৈতিক সংঘর্ষ প্রতিরোধে নিরপেক্ষ ভূমিকা রাখা এখন জরুরি। একই সঙ্গে আইনের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধাবোধ ফিরিয়ে আনা প্রয়োজন। নারায়ণগঞ্জ কেবল একটি শিল্পনগরী নয়, এটি দেশের অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে অস্থিরতা ও নিরাপত্তাহীনতা গোটা অর্থনীতি ও সমাজজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সরকারের প্রতি আহ্বান, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নারায়ণগঞ্জকে পুনরায় নিরাপদ শহর হিসেবে প্রতিষ্ঠা করা হোক। মানুষকে এই বার্তা দিতে হবে-আইনের ঊর্ধ্বে কেউ নয়, অপরাধ করে কেউ পার পাবে না।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com