এস এম নাসির মাহমুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি।।
প্রায় আড়াই বছর পর বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। রবিবার (২১ সেপ্টেম্বর) নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব ও ফজলুল হক মাস্টারকে যুগ্ম আহ্বায়ক করে তিন সদস্যের আংশিক কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই কমিটির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করা হবে। দলকে জনমুখী ও আদর্শের রাজনীতির মাধ্যমে আরও জনবান্ধব করার আপ্রাণ চেষ্টা অতীতের মতো অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিল মাসে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। এরপর থেকে জেলা কমিটি ছাড়াই পরিচালিত হচ্ছিল জেলা বিএনপির সকল কার্যক্রম। নতুন কমিটি ঘোষণা করায় দলীয় শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে বলে আশা করছেন সাধারণ জনগণ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com