পটুয়াখালী প্রতিনিধি:
আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের ভাবমূর্তি নষ্টের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জালাল উদ্দিন সাহেবের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও অনুষ্ঠানে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত না করে মোঃ নূর বাহাদুর রহমান নিজেকে সাবেক সভাপতি পরিচয়ে উপস্থিত হন। বিষয়টি বর্তমান ছাত্রদলের ইমেজ নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি করে সংগঠনটি।
কলেজ ছাত্রদল জানায়, তাদের অনুসন্ধানে জানা যায়—কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মোঃ আলমগীর ভূঁইয়া। সেই প্রেক্ষিতে নূর বাহাদুর রহমানের দাবি মিথ্যা ও প্রমাণহীন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এতে আরও বলা হয়, ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তার দায়ভার সংগঠন নেবে না। পাশাপাশি নূর বাহাদুর রহমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় বিষয়টি সিনিয়র নেতৃত্বের কাছে তুলে ধরা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে কলেজ ছাত্রদল সভাপতি মোঃ রানা ও সাধারণ সম্পাদক মোঃ সামবীর স্বাক্ষর করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , নির্বাহী সম্পাদক : মোঃ নজরুল ইসলাম,
সার্বিক যোগাযোগ: 01867-243396 ই-মেইলঃ dailycrimebangla@gmail.com